ইউনিয়ন সেবা অফিস আছে যাহা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবনে একটি রুম বরাদ্ধ আছে।
এখান হতে সমাজের বিভিন্ন পযায়ের অবহেলিত, দুস্থ, প্রতিবন্ধী, অসুস্থ লোকজন বিভিন্ন ভাবে সেবা পেয়ে থকে।
কিন্তু নিয়মিত কোন সমাজ সেবা অফিসার দের পাওয়া যায় না।
স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী লোন
বয়স্ক ভাতা
বিধবা ভাতা,
মুক্তিযুদ্ধা ভাতা
পঙ্গু ভাতা
প্রতিবন্ধী ভাতা
দুস্থ ভাতা
মাতৃত্ব কালীন ভাতা
বর্নিত বিষয় গুলি উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে পরিচালনা করে থাকে।
সমাজ সেবা কর্তকর্তা
তিটি অফিস জনগণকে যে সেবা দিয়ে থাকে তা কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে। যেমন: থানার এফ.আই.আরের ক্ষেত্রে যে ধাপ গুলো অতিক্রম করতে হয় সেগুলো হল:
ইউনিযন পর্যায়ে কোন সমাজ সেবা অফিস নাই। সবাম সেবা মুলক বিভিন্ন কর্মকান্ডের জন্য জনসাধারণকে উপেজলায় আসতে হয়। |
সমাজ সেবা অফিসের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মধ্যে বয়স্ক ভাতা বিধবা ভাতা, মুক্তিযুদ্ধা ভাতা পঙ্গু ভাতা প্রতিবন্ধী ভাতা দুস্থ ভাতা মাতৃত্ব কালীন ভাতা |
উপজেলা পর্যায়ে আমাদের ইউণিয়ন থেকে আসতে সড়ক পথে বাস গাড়ী, সিএনজি,অটোরিক্সা যাতায়াত করা যায়। সমাজ সেবা অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম গ্রহণ করার জন্য আনুষ আসে।
মোবাইল নম্বর : ০১৭১৬৩৬৫৯৪ |
উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে আমাদের কেয়াইন ইউনিয়ন পরিষদে
বিভিন্ন ধরনের বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী লোন করে থাকে। এছাড়া বিভি ভাতা প্রদান করে যাহা নিম্নে প্রদান করা হলো।
বয়স্ক ভাতা
বিধবা ভাত,
মুক্তিযুদ্ধা ভাতা
পঙ্গু ভাতা
প্রতিবন্ধী ভাতা
দুস্থ ভাতা
মাতৃত্ব কালীন ভাতা
বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে তাকে যার মধ্যে
বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী লোন করে থাকে।
বিধবা ভাত,
মুক্তিযুদ্ধা ভাতা
পঙ্গু ভাতা
প্রতিবন্ধী ভাতা
দুস্থ ভাতা
মাতৃত্ব কালীন ভাতা
ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলা নেমে রিক্সয় ৫ মিনিটের রাস্তা সমাজ সেবা অফিসে অফিস প্রদাণের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারেন।
যোগাযোর প্রধান মাধ্যম : এখন মোবাইল ০১৭১৬৩৬৬৫৯৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস