Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিস
বিস্তারিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপ-সহকারী কৃষি কর্মকর্তার কার্যালয়

কৃষিস্প্রসারন অধিদপ্তর

কেয়াইন  ইউনিয়ন পরিষদ,সিরাজদিখান,মুন্সিগঞ্জ।

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৩০,০০০ এর মধ্যে কৃষিই  কেয়াইন ইউনিয়ন এর আর্থ সামাজিক উন্নয়নের মূল অংশ। তাই এই কৃষি ভিত্তিক কার্যক্রম সাধারন মানুষের হাতের নাগালের মধ্যে নেয়ার জন্য ২০০০ সালে কেয়াইন ইউনিয়ন এর কমপ্লেক্স ভবনের নিচ তলায় ৪ নং কক্ষে অফিসটি অবস্থিত। আসুন সেবা নিন ভাল থাকুন।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন:

 ১। সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ। 
 ২। ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
৩। ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
৪। সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
৫। নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
৬। বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
৭। কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
 ৮। কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
 ৯। বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
১০।পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার :

  

) সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রাসারণ সহায়কা দেয়াঃ 

সব ধরনের কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজনীয় যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া। 

২) কৃষকদের দক্ষ সম্প্রাসরণ সেবা প্রদানঃ 

দক্ষ সম্প্রাসরণ কর্মীর মাধ্যমে শস্য ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা। 

৩) কৃষি বিষয়ক কর্মসূচি প্রণয়ন বিকেন্দ্রীকরণঃ 

তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থাণীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ কর্মসূচি পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচি প্রণয়ন। 

৪) চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণঃ 

চিহ্নিত চাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম ও গবেষণাদির বিষয়বস্তু নির্ধারণ করা। 

৫) সকল শ্রেণীর কৃষকদলের সাথে কাজ করাঃ 

কৃষকের কাঝে সর্বাধিক সুবিধা পৌছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদের সাথে কাজ করা। 

৬) কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণঃ 

কৃষকদের উপযুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ এর সাথে বিড়ি সম্পর্ক গড়ে তোলা। 

৭) সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণঃ 

কৃষকের সেবাচাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া। 

৮) উপর্যুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃ 

বিভিন্ন শ্রেণীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষে সম্প্রসারণ সংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শন, গণমাধ্যম, প্রশিক্ষণ, মেলা, পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং অংশ গহণমূলক পদ্ধতিসমূহ ব্যবহার। 

৯) সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃ 

কৃষি সম্প্রসমারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে। 

১০) সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রমঃ 

সম্পদসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণ সেবা দান করা। 

১১) পরিবেশ সংরক্ষণ সমন্বিত সহায়তা প্রদানঃ 

প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্র্যের বারসাম্য রক্ষার অনুকুলে ভূমি, পানি ও বায়ুদূষণ ও ক্ষয় নিয়ন্ত্রন দূর করা; পরিবেশ সুরক্ষাকারী এবং ব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্ধি করা।

র।
সাধারণ তথ্য

 ১। সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ। 
 ২। ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
৩। ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
৪। সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
৫। নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
৬। বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
৭। কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
 ৮। কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
 ৯। বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
১০।পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।

label.column.field_projects

বিস্তারিত জানার জন্য এই লিংক গুলোতে যেতে পারেন..

http://www.amaderkrishi.com/ourServices.php

যোগাযোগ

উপজেলা অথবা ইউনিয়নের সর্ব সাধারনের যোগাযোগের জন্য নিমতলা বাসষ্ট্যান্ড হতে খুব সহজেই ইউনিয়ন কৃষি অফিসে রিক্স বা পায়ে হেটে

প্রয়োজনে : ০১৭১১০০৯৫৫০