কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
1। ভৌগলিক অবস্থান : উত্তরে ধলেশ্বরী নদী ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়ন, দক্ষিনে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া ও বীরতারা ইউনিয়ন পূর্ব সিরাজদিখান উপজেলার বাসাইল এবং পশ্চিমে রাজানগর ইউনিয়ন এলাকা নিয়ে নদী রেষ্টিত প্রাকৃতিক ঘেরা কেয়াইন ইউনিয়ন পরিষদ
২। আয়তন : (ক) প্রায় ৬ বর্গ মাইল / ৯.৫০ বর্গ কিলোমিটার
৩। লোকসংখ্যা : ২০০০৫জন (ক) পুরুষ ১০০৯৬ (খ) মহিলা : ৯৯০৯
৪। মোট ভোটারের সংখ্যা : (ক) পুরুষ (খ) মহিলা :
৫। শিক্ষার হার ৪৭.৭%
(ক) পুরুষ : ৫০.৩%
(খ) মহিলা: ৪৫.০১% (২০০১ অনুযায়ী)
৬। মৌজা সংখ্যা : ১২টি
৭। গ্রামের সংখ্যা : ২২টি
৮। ওয়ার্ড সংখ্যা :র ৯টি
৯। খানার সংখ্যা : ৩৬৯০ টি (২০১০ এসেস নোট অনুযায়ী)
১০। শিক্ষা প্রতিষ্ঠান এর তালিকা:
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় ৯টি ।
(খ) বে-সরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয় ১টি ।
(গ) কিন্ডারগাটের্ন ৮টি ।
(ঘ) উচ্চ বিদ্যালয় ৩টি ।
(ঙ) ডিগ্রী কলেজ ১ টি ।
(চ) কামিল মাদ্রাসা ১টি ।
(ছ) এবতেদায়ী মাদ্রাসা ১টি ।
(জ) হাফেজিয়া মাদ্রাসা ১টি ।
(ঝ) কওমি মাদ্রাসা ১টি ।
(ঞ) ভোকেশনাল (বিদেশে পাঠানো) ট্রেনিংসেন্টার ১টি।
(ট) ঈদগাহ ৪টি
১১। হাট বাজার : ৩টি
১২। ক্লাব : ১৩টি রেজিষ্ট্রিকৃত ১১টি রেজিষ্টিবিহীন ২টি
১২। ডাকঘর: ২টি
১৩। বীমা কোম্পানী : ৪টি
১৪। এনজিও/মাল্টিপারপাস ৭টি
১৫। ব্যাংক : ৪টি যথা, সোনালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাক, ব্যাংক এশিয়া
১৬। পে্ট্রোল পাম্প : ৬টি
১৭। রাইস মিল ৭টি
১৮। কাঠের পুল ১৮টি
১৯। ব্রীজ / কালবাট : ২২টি
২০। পরিবার কল্যান কেন্দ্র : ১টি
২১। কমিউনিটি ক্লিনিক : ৩টি
২২। রাস্তা দৈর্ঘ্য ৩৫ কি: মি: কাচা ১৯ কিলো, পাকা ১২ কিলোমিটার, ইট বিছানো ৪ কিলোমিটার
২৩। মোট জমির পরিমান ৩৭৪০ একর আবাদী জমির পরিমান ৩২৯০ একর অনাবাদী ৪৫০ একর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস