Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসের মাসিক সভার কার্যবিবরণী

কেয়াইন ইউনিয়ন পরিষদ

মে/২০১৪ ইং মাসের মাসিক সভার কার্যবিবরণী অনুলিপি

 

উপস্থিতি সদস্য/সদস্যাদের নাম-পদবী ও গৃহিত সিদ্ধান্ত:

১।

জনাব রোকেয়া বেগমঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

সংরক্ষিত আসন ১

২।

জনাব কনকন গমেজঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

সংরক্ষিত আসন ২

৩।

জনাব রিতা রানী বৈদ্যঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

সংরক্ষিত আসন ৩

৪।

জনাব আল হাদি খানঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ১

৫।

জনাব শাহাদাৎ খানঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ২

৬।

জনাব আব্দুল হামিদ ঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৩

৭।

জনাব জয়নাল মোড়লঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৪

৮।

জনাব রবিন ডীক্রুশঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৫

৯।

জনাব শেখ আনোয়ারঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৬

১০।

জনাব জীবন রায়ঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৭

১১।

জনাব শাহজাহান বেপারীঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৮

১২।

জনাব আববাস শেখঃ

 

সদস্যা কেয়াইন ইউপি

ওয়ার্ড নং- ৯

 

অদ্য ২৬/০৫/২০১৪ ইং তারিখে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে জনাব আব্দুল বারেক সাহেবের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। তিনি উপস্থিত সকল সদস্য/সদস্যা বৃন্দকে স্বাগত জানান। অত:পর অদ্যকার সভার আলোচ্য সূচী অনুযায়ী নিন্মোক্ত আলোচনা ও সিদ্ধান্ত।

 

আলোচ্য সূচী-১ঃ

গত ২৬/০৫/২০১৪ ইং তারিখের সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন।

 

আলোচনা ও সিদ্ধান্তঃআলোচনার শুরুতেই সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে গত ২৬/০৫/২০১৪ ইং তারিখের সভার কার্যবিবরনী পাঠ করে সভা শোনানো হয়। ইহাতে কোন সংশোধনী না থাকায় তাহা সর্ব সম্মতি ক্রমে অনুমোদন করা হইল।

 

আলোচ্য সূচী-০৪ঃ

লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর আওতায় ২০১৩-২০১৪ অর্থ বৎসরে পিবিজি প্রকল্প গ্রহন প্রসঙ্গে।

আলোচনা ও সিদ্ধান্তঃআলোচনার শুরুতেই সভাপতি সাহেব জানান যে, ২০১৩-২০১৪ অর্থ বৎসরে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর পিবিজি বরাদ্দের আওতায় প্রাপ্ত ২,৬৬,৫৫৩ টাকা পাওয়া গিয়াছে। উক্ত খাতে  প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে প্রকল্প গ্রহন করা প্রয়োজন। তাঁহার প্রস্তাবের উপর ধন্যবাদ জানিয়ে ৯টি ওয়ার্ডের উন্মুক্ত সভা হইতে প্রস্তাবিত আগত প্রকল্প সমূহ যাচাই-বাছাই করতঃ উপস্থিত সদস্য/সদস্যাগণ আলাপ ও আলোচনা করেন এবং সর্ব সম্মতি ক্রমে ওয়ার্ড সভার প্রস্তাবিত প্রকল্প সমুহ হইতে অগ্রাধিকার ভিত্তিতে এবং সর্বাধিক চাহিদা সম্বলিত নিম্ন লিখিত ২টি প্রকল্প ইউজিসিসি কমিটির সভার অনুমোদন নিয়ে ২০১৩-২০১৪ অর্থ বৎসরে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রকল্পের নাম

১।  বড়ইহাজী ভুলুর বাড়ী হইতে ফনির বাড়ি পর্যন্ত নতুন রাস্তা নির্মান               ১,৯৬০০০/-

২। কেয়াইন ইউনিয়নের ২টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ                     ৭০,০০০/-