কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
কেয়াইন ইউনিয়ন পরিষদ
জুলাই/২০১৯ইং মাসের মাসিক সভার কার্যবিবরণী অনুলিপি
উপস্থিতি সদস্য/সদস্যাদের নাম-পদবী ও গৃহিত সিদ্ধান্ত
১। |
জনাব সালেহা বেগম |
: |
সদস্যা কেয়াইন ইউপি |
সংরক্ষিত আসন ১ |
২। |
জনাব মায়া রানী সরকার |
: |
সদস্যা কেয়াইন ইউপি |
সংরক্ষিত আসন ২ |
৩। |
জনাব শারমিন বেগম |
: |
সদস্যা কেয়াইন ইউপি |
সংরক্ষিত আসন ৩ |
৪। |
জনাব ইকবাল বেপারী |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ১ |
৫। |
জনাব আসাদুজ্জামান |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ২ |
৬। |
জনাব মোঃ মফিজুল ইসলাম |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৩ |
৭। |
জনাব মোয়াজ্জেম শেখ |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৪ |
৮। |
জনাব নয়ন রেজারিও |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৫ |
৯। |
জনাব শেখ ইসলাম |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৬ |
১০। |
জনাব অমল কুমার মন্ডল |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৭ |
১১। |
জনাব শাহজাহান বেপারী |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৮ |
১২। |
জনাব আববাস শেখ |
: |
সদস্য কেয়াইন ইউপি |
ওয়ার্ড নং- ৯ |
অদ্য ১৫/০৭/২০১৯ ইং তারিখে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে জনাব আশ্রাফ আলী সাহেবের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। তিনি উপস্থিত সকল সদস্য/সদস্যা বৃন্দকে স্বাগত জানান। অত:পর অদ্যকার সভার আলোচ্য সূচী অনুযায়ী নিন্মোক্ত আলোচনা ও সিদ্ধান্ত হয়।
আলোচ্য সূচী-১
গত ২৬/০৬/২০১৯ইং তারিখের সভার কার্য বিবরনী পাঠ ও অনুমোদন।
আলোচনা ও সিদ্ধান্তঃ আলোচনার শুরুতেই সভাপতি সাহেবের নির্দেশক্রমে গত ২৬/০৬/২০১৯ ইং তারিখের সভার কার্যবিবরনী পাঠ করে সভা শোনানো হয়। ইহাতে কোন সংশোধনী না থাকায় তাহা সর্ব সম্মতি ক্রমে অনুমোদন করা হইল।
আলোচ্য সূচী-২
লোকাল গর্ভন্যান্স প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বৎসরের পিবিজি বরাদ্দের উপরপ্রকল্প গ্রহণ প্রসঙ্গে।
আলোচনা ও সিদ্ধান্তঃ আলোচনার শুরুতেই জনাব সভাপতি সাহেব জানান যে, ২০১৮-২০১৯ অর্থ বৎসরে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর আওতায় পিবিজি মোট ৪,১৩,৫৪৮/- টাকা পাওয়া গিয়াছে। উক্ত খাতের সমূদয় অর্থের জন্য প্রকল্প বাস্তবায়নের নিমিত্তে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। সভায় তাহার প্রস্তাবের উপর ধন্যবাদ জানিয়ে ৯টি ওয়ার্ডের উন্মুক্ত সভা হইতে প্রস্তাবিত আগত প্রকল্প সমূহ যাচাই বাছাই করতঃ উপস্থিত সদস্য-সদস্যাগণ আলাপ ও আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে ওয়ার্ড সভায় প্রস্তাবিত প্রকল্প সমূহ হইতে অগ্রাধিকার ভিত্তিতে এবং সর্বাধিক চাহিদা সম্বলিত নিম্ন বর্ণিত ১টি প্রকল্প উপজেলা বিজিসিসি কমিটির সভার অনুমোদন নিয়ে ২০১৮-২০১৯ অর্থ বৎসরে বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
ক্রঃ নং |
স্কিমের নাম |
খাতের নাম |
ওয়ার্ড নং |
পরিমান |
প্রকল্পের ধরন |
১ |
মজিদপুর বেনিডিক্ট পিরীজের বাড়ির পাশে কাঠের পুল হইতে শুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার কদমতলা পর্যন্ত ইট দ্বারা এইচবিবি করণ |
যোগাযোগ |
০৬ |
৪,১৩,৫৪৮/- |
পিবিজি |
সর্বমোট= |
৪,১৩,৫৪৮/- |
|
সভায় আর বিশেষ কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সদস্য/সদস্যাদের ধন্যবাদ জ্ঞাপন করে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস