কেয়াইন ইউনিয়নের ঠিক মাঝামাঝি স্থান দিয়ে চলে গেছে ঢাকা খালনা মহাসড়কটি ইউনিয়নের উত্তর প্রন্তে ধলেশ্বরী নদী এর উপরে নির্মিত ব্রীজটি ঢাকা-খুলনা মহাসড়কটি সংযুক্ত করেছে।
বিস্তারিত
কেয়াইন ইউনিয়নের ঠিক মাঝামাঝি স্থান দিয়ে চলে গেছে ঢাকা খুলনা মহাসড়কটি ইউনিয়নের উত্তর প্রন্তে ধলেশ্বরী নদী এর উপরে নির্মিত ব্রীজটি ঢাকা-খুলনা মহাসড়কটি সংযুক্ত করেছে। এই ধলেশ্বরী নদী একসময় খরস্রোতা বহমান ছিল তখন ঢাকা সদরঘাট হতে প্রতিদিন এই নদী দীয়ে বান্দুরা, শ্রীনগর শত লোক লঞ্চ যোগ যাতায়াত করত। এই নদীতে প্রচুর পরিমানে ইলিশ মাছ পাওয়া যেত সবই এখন কালের সাক্ষী হয়ে আছে। বর্তমানে নদীটি চরে চরে /বালুতে ব ভরে গেছে শীতের সিজনে কোমর পানিতে চলে আসে। হালে ধলেশ্বরী নদীতে আর দুটি ব্রীজ হচ্ছে যাতে করে নদী খুব দ্রুতই শুকিয়ে যা্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS